Special notice (বিশেষ বিজ্ঞপ্তি):

.
"কেহ কোন ভাল কাজের সুপারিশ করিলে উহাতে তাহার অংশ থাকিবে এবং কেহ কোন মন্দ কাজের সুপারিশ করিলে উহাতে তাহার অংশ থাকিবে । আল্লাহ সর্ববিষয়ে নজর রাখেন" "If any person recommends a good deed, then he will have his share in it, and if any person suggests any evil, he shall have his share in it, and Allah watches over all things" // "মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না! কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময়, মানুষকে বদলে যেতে বাধ্য করে" "People never change their will! Neglect of some people, some memories and some bad situations and times, force people to change"

ACI Premio Plastics Product:






Popular Posts

Wednesday, 26 June 2019

Amar kache tumi onnorokom-Imran-Lirycs // আমার কাছে তুমি অন্যরকম





বুঝাতে পারিনা তোমায় আমি কতটা ভালোবাসি ।।

তুমি আমার অবুঝ আধরের গল্পে সাজানো বায়না ।
আমি জানি তুমিও জানো এ মায়া আর কেউ বুঝেনা।
আমার কাছে তুমি অন্যরকম ভালোবাসি বেশি প্রকাশ করি কম ।।

তোমার হাসি খুশীতে সাঁজাই।
আনমনে ইছে মত।
তুমি ছাড়া বুঝেনা কিছুই মন আমার সে তো ।

তুমি আমার অবুঝ আধরের গল্পে সাজানো বায়না ।
আমি জানি তুমিও জানো এ মায়া আর কেউ বুঝেনা।
আমার কাছে তুমি অন্যরকম ভালোবাসি বেশি প্রকাশ করি কম ।।

কোন কিছু লাগেনা ভাল এ মন তোমার মত।
আমি ছাড়া বাসবেকে আর তোমায় এত ভাল।

তুমি আমার অবুঝ আধরের গল্পে সাজানো বায়না ।
আমি জানি তুমিও জানো এ মায়া আর কেউ বুঝেনা।
আমার কাছে তুমি অন্যরকম ভালোবাসি বেশি প্রকাশ করি কম ।।

ভালোবাসি বেশি প্রকাশ করি কম । । । । 

No comments:

Post a Comment