তোমারে লেগেছে এত যে ভালো ।
চাঁদ বুঝি তা জানে।।
রাতের বাসরে দোসর হয়ে ।
তাই সে আমারে টানে ।।
তোমারে লেগেছে এত যে ভালো ।
চাঁদ বুঝি তা জানে।।
রাতের বাসরে দোসর হয়ে ।
তাই সে আমারে টানে ।।
রাতের আকাশে তারার মিতালী
আমারে দিয়েছে সুরের গীতালী ।
কত যে আশায় তোমারে আমি
জ্বালিয়ে আমি রেখেছি দ্বীপালী ।
আকুল ভ্রমরা বলে সে কথা
বকুলের কানে কানে ।
চাঁদ বুঝি তা জানে ।
এত যে কাছে চেয়েছি তোমারে
এত যে প্রীতি দিয়েছ আমারে ।----।
এত যে পাওয়া কেমনে সহিব
একাকী আমি নীরব আঁধারে ।
আকুল পাপিয়া ছড়ায়ে এ কথা
বাতাসের কানে কানে ।
চাঁদ বুঝি তা জানে ।
তোমারে লেগেছে এত যে ভালো ।
চাঁদ বুঝি তা জানে।।
তোমারে লেগেছে এত যে ভালো ।
চাঁদ বুঝি তা জানে।।
হু..................হু হু হুম... হু হু হুম... হু হু হুম ।।